Amar Sonar Bangla Lyric-আমার সোনার বাংলা Lyric

Amar Sonar Bangla Lyric-আমার সোনার বাংলা Lyric

Amar Sonar Bangla Lyric-আমার সোনার বাংলা Lyric: In this song, Rabrindanath is stating his love for his mother-tongue (also the language this is written in) Bengali, or the way Bengali speakers say it, Bangla. Note that Bengali is the anglicized way of saying it. This song is best known for being the national anthem of Bangladesh.

Amar Sonar Bangla Lyric in English:

Amar sonar Bangla
Ami tomay bhalôbasi

Chirôdin tomar akash,
Tomar batas,
Amar prane bajay bãshi.

O ma
Phagune tor amer bône
Ghrane pagôl kôre,
Môri hay, hay re,
O ma,
Oghrane tor bhôra khete
Ami ki dekhechhi môdhur hasi.

Ki shobha, ki chhaya go,
Ki snehô, ki maya go,
Ki ãchôl bichhayechhô
Bôter mule,
Nôdir kule kule.

Ma, tor mukher bani
Amar kane lage
Sudhar môto-

Ma tor bôdôn khani môlin hôle
ami nôyôn
o may ami nôyôn jôle bhasi
sonar Bangla,
ami tomay bhalôbasi!

আমার সোনার বাংলা Lyric in Bengali:

 আমার   সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

চিরদিন   তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ॥

     ও মা,   ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,

                             মরি হায়, হায় রে–

ও মা,  অঘ্রানে তোর ভরা ক্ষেতে   আমি   কী দেখেছি মধুর হাসি ॥

          কী শোভা, কী ছায়া গো,   কী স্নেহ, কী মায়া গো–

          কী আঁচল বিছায়েছ বটের মূলে,   নদীর কূলে কূলে।

     মা, তোর   মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,

                             মরি হায়, হায় রে–

মা, তোর   বদনখানি মলিন হলে,   ও মা,   আমি নয়নজলে ভাসি ॥

          তোমার এই   খেলাঘরে   শিশুকাল   কাটিলে রে,

          তোমারি   ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি।

  তুই   দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে,

                             মরি হায়, হায় রে–

তখন   খেলাধুলা সকল ফেলে,   ও মা,   তোমার কোলে ছুটে আসি ॥

          ধেনু-চরা তোমার মাঠে,   পারে যাবার খেয়াঘাটে,

          সারা দিন    পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে,

     তোমার     ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে,

                             মরি হায়, হায় রে–

ও মা,  আমার যে ভাই তারা সবাই, ও মা, তোমার রাখাল তোমার চাষি ॥

          ও মা, তোর   চরণেতে   দিলেম এই   মাথা পেতে–

          দে গো তোর   পায়ের ধূলা, সে যে আমার মাথার মানিক হবে।

     ও মা,   গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে,

                                  মরি হায়, হায় রে–

আমি    পরের ঘরে কিনব না আর,   মা, তোর ভূষণ ব’লে গলার ফাঁসি ॥

Lyricist: Rabindranath Tagore

Composers: Rabindranath Tagore, Gagan Harkara

Adopted: 10 April 1971 (provisional); 26 March 1972 (official)

Read Also: Amaro Porano Jaha Chay Lyrics-আমারো পরানো যাহা চায় Lyrics

Loading

Leave a Reply